কলকাতার নিউ মার্কেট থেকে ধরা পড়ল মালদার মাদক সাম্রাজ্যের কিংপিন হাসমত শেখ।
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – আবারো বড় সাফল্য মালদা জেলা পুলিশের । কলকাতার নিউ মার্কেট থেকে গ্রেপ্তার মাদক পাচারকারবারি কিং পিং। মালদা পুলিশের জালে আন্ত:রাজ্য মাদক পাচার চক্রের পান্ডা। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে মাদক পাচার কাণ্ডে মোস্ট ওয়ান্টেড হাসমত শেখ-কে গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার নিউমার্কেট এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করল…

