গোয়ার স্পাইস প্ল্যান্টেশন ট্যুর – মশলার সুবাসে ভরা এক ভ্রমণ।
গোয়া মানেই যেখানে চোখ যায়, সেখানেই সমুদ্র, বিচ আর নাইটলাইফ। কিন্তু এর বাইরেও গোয়ার আরেকটি দিক আছে যা শান্ত, সবুজে মোড়া আর প্রকৃতির গন্ধে ভরা। সেই দিকটাই উন্মোচিত হয় যখন কেউ যায় স্পাইস প্ল্যান্টেশন ট্যুরে। এখানে সমুদ্রের নোনা গন্ধ নেই, আছে কফি-গোলমরিচ-দারচিনির ঘ্রাণ; নেই শহরের কোলাহল, আছে পাখির ডাক আর ঝরনার শব্দ। 🌿 মশলার রাজ্যে…

