ঘন বর্ষণে ফুলের ব্যাপক ক্ষতি, লক্ষ্মীপূজার আগে বাজারে আগুন!
মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সোমবার লক্ষ্মীপুজো, প্রতিটি বাঙালি বাড়িতেই আজ ধন দেবীর আরাধনা করে থাকেন।আর এই লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে ফুল, ফল ও অন্যান্য জিনিসপত্রের দাম রীতিমতো চড়া থাকে। একইভাবে এ বছরও রীতিমত ফুল এবং ফলের দাম চড়া। বিশেষ করে ফুলের দাম আরো চড়া। ফুল ব্যবসায়ীদের বক্তব্য, এবছর অতিরিক্ত বর্ষণের ফলে ও কোথাও বন্যার ফলে ফুল…

