মালদার কালিয়াচক-২ ব্লকে ঠিকাদারদের বিক্ষোভ, দাবি— ২০২১ সাল থেকে মেলেনি পাওনা টাকা।
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – মন্ত্রীর গড়ে, কাজ বন্ধ করলো ঠিকাদার এসোসিয়েশন। পাওনা টাকার দাবিতে মালদার কালিয়াচক ২ নাম্বার পঞ্চায়েত সমিতিতে বিক্ষোভ ঠিকাদার সংগঠনের।২০২১ সাল থেকে ১০০ দিনের কাজ সহ ইলেকশন এমার্জেন্সি ফান্ড প্রকল্পে কাজ করে মেলেনি পাওনা টাকা। ফলে চরম অর্থাভাব ঠিকাদারদের। কেউ ব্যাংক থেকে কেউবা সুদে টাকা নিয়ে কাজ করেছেন। এখন টাকা ফেরত চাইছে…

