চোষক পোকার আক্রমণে ধান ফসল নষ্ট, রাতের ঘুম উড়েছে কুশমন্ডির কৃষকদের।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কুশমন্ডি ব্লকের বিভিন্ন অঞ্চলে আমন ধানের ক্ষেতে চোষক পোকার আক্রমণে চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। মাঠে ধান গাছের রস শুষে নিচ্ছে চোষক পোকা, ফলে ফসলের ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিন ছিল কুশমন্ডি ব্লকের কৃষকদের শস্যবীমা জমা দেওয়ার শেষ তারিখ। সকাল থেকেই কৃষি দপ্তরে বীমা জমা দিতে লম্বা লাইন দেখা যায়। শস্যবীমার…

