মহিলাদেরও স্টল বরাদ্দ, বাজি বাজারে পরিবেশবান্ধব গ্রীন ক্রেকার পাওয়া যাবে।
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ : মালদা জেলা প্রশাসনের উদ্যোগ এবং মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের ব্যবস্থাপনায় মঙ্গলবার সন্ধ্যায় ফিতে কেটে উদ্বোধন করা হলো মালদা অস্থায়ী বাজি বাজারের।১৪ থেকে ২০ অক্টোবর পর্যন্ত চলবে বাজি বাজার ।ইংরেজবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বি এল আর ও অফিস সংলগ্ন ফার্ম ময়দানে খোলা হয়েছে বাজি বাজার।টিনের সেড দিয়ে তৈরি করা হয়েছে…

