মালদার হবিবপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল, আহত ১১ যাত্রী।
হবিবপুর, নিজস্ব সংবাদদাতা :- দ্রুত গতির জেরে বড়সড় দুর্ঘটনা মালদা জেলার হবিবপুর থানার অন্তর্গত বুলবুলচন্ডী দেবীপুর মোর এলাকায়। রবিবার দুপুরে যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে পড়ে যায়। ঘটনায় আহত হন অন্তত ১১ জন যাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি নালাগোলা থেকে মালদা শহরের দিকে যাচ্ছিল। হঠাৎই এক বাঁকে গিয়ে চালকের নিয়ন্ত্রণ হারায় গাড়িটি, এরপর সোজা রাস্তার ধারে নয়নজুলিতে গিয়ে পড়ে। শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানালার কাচ ভেঙে একে একে আহতদের উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে পাঠান।
ঘটনার খবর পেয়ে দ্রুত পৌঁছায় হবিবপুর থানার পুলিশ। ক্রেন ডেকে নয়নজুলি থেকে বাসটি তোলা হয়। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বলেন“হঠাৎই দেখি বাসটা হেলে গিয়ে উল্টে গেল। আমরা সবাই মিলে জানালা ভেঙে যাত্রীদের বের করি। কয়েকজনের অবস্থা বেশ খারাপ ছিল।”

