বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পথে নামল সিপিআইএম, উদ্যোগ কোলাঘাট পুরাতন বাজারে।
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সাধারণ মানুষের, সেইসব বন্যা কবলিত এলাকায় মানুষজনের সাহায্যার্থে এবার অর্থ সংগ্রহ করতে পথে নেমেছে সিপিআইএম, শনিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট পুরাতন বাজারে সিপিআইএমের কোলাঘাট এক নম্বর এরিয়া কমিটির উদ্যোগে অর্থ সংগ্রহ করা হয়,এইদিন নেতৃত্বদের তরফে জানানো হয়েছে যেভাবে বন্যার কারণে মানুষজনের ক্ষয়ক্ষতি হয়েছে তাই আমরা আমাদের দলের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি অর্থ সংগ্রহ করে সেই অর্থ সাধারণ মানুষের মধ্যে তুলে দেওয়া হবে।

