হিন্দ মজদুর কিষান পঞ্চায়েত ও ERCCMU নেতাদের স্মরণসভা, জয়প্রকাশকে কৃতজ্ঞতা।
কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ- হিন্দ মজদুর কিষান পঞ্চায়েত,HMKP, ERCCMU এই দুই শ্রমিক কিষান দের সংগঠন , ও লোকনাযক জয়প্রকাশ নারায়ণ, জর্জ ফার্নান্দেজ এর অনুগামীগন আজ কলকাতার পার্কসার্কাস সেভেন পয়েন্ট এর লোকনায়াক জয়প্রকাশ নারায়ণ এর মূর্তির পাদদেশে তার ১২৪ তম জন্মদিনে তার প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও এই মহান স্বাধীনতা সংগ্রামী,সমাজবাদী নেতা,১৯৭২ -১৯৭৭ এর জরুরি অবস্থার বিরুদ্ধে তার…

