মালদায় চাঞ্চল্য: সাত সকালে জলে ভাসতে দেখা গেল নাবালিকার মৃতদেহ।
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —শুক্রবার সাত সকালে মালদহের কালিয়াচক থানা এলাকার বাবুরবোনাতে উদ্ধার এক ১৩ বছর বয়সী নাবালিকার মৃতদেহ। মৃত ওই নাবালিকার নাম সালেমা খাতুন,বাড়ি গোলাপগঞ্জের সারদাহা গ্রামের বাসিন্দা। মৃত নাবালিকার বয়স ১৩ বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাবালিকা মানসিক ভারসাম্যহীন ছিল। সাত সকালে তাকে বাড়ির পাশের একটি পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা। খবর দেওয়া হয় গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশকে। ইতিমধ্যেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে।

