দূর্গা মূর্তির গহনা চুরির অভিযোগে শোরগোল, সিসিটিভি ফুটেজে ধরা পড়লেন সিভিক কর্মীরা।
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — অষ্টমীর রাতে দূর্গা মায়ের মন্দির থেকে সোনার গহনা চুরির অভিযোগ কর্তব্যরত ২ সিভিক ভলেন্টিয়ার কর্মীদের বিরুদ্ধে। পুজো উদ্যোক্তাদের অভিযোগ স্থানীয় ১ ব্যক্তির সহযোগিতায় ডিউটিরত দুই সিভিক কর্মী মায়ের মন্দির থেকে সোনার গহনা চুরি করে বলে অভিযোগ । মহানবমীর সকালে পুজো শুরু হতেই এই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে যায়। পুজো উদ্যোক্তারা জানান, সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে স্থানীয় এক ব্যক্তির সহযোগিতায় ডিউটিরত সিভিক ভলেন্টিয়ার মায়ের মূর্তি থেকে সরিয়ে নেয় সোনার গহনাগুলি বলে দাবি। ঘটনার খবর দেওয়া হয় গাজোল থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই সিভিক কর্মীসহ স্থানীয় ওই ব্যক্তিকে থানায় নিয়ে যায় বলেই দাবি করেন পূজা উদ্যোক্তারা। যদিও পুরো ঘটনা নিয়ে প্রশাসনিক কোন বক্তব্য পাওয়া যায়নি।প্রশাসনের তরফে এই ঘটনার তদন্ত শুরু করেছে।

