পরিবারে শোকের ছায়া, পরিযায়ী শ্রমিক খাইরুল জামালের হত্যার বিচার দাবি।
নিজস্ব সংবাদদাতা, মালদা:- কর্ণাটকে পরিযায়ী শ্রমিক খুন, শোকে দিলালপুর। ভিনরাজ্যে বাংলার শ্রমিক খুনের অভিযোগ। কর্ণাটকের মহিশুর জেলায় কর্মসূত্রে যাওয়া মালদার পরিযায়ী শ্রমিক খাইরুল জামাল (৫৪) দুষ্কৃতীদের হামলায় প্রাণ হারালেন। তাঁর বাড়ি পুরাতন মালদা ব্লকের সাহাপুর অঞ্চলের দিলালপুর গ্রামে।পরিবার সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসে কাজের খোঁজে মহিশুরে যান খাইরুল। অভিযোগ, বুধবার রাতে একদল দুষ্কৃতী তাঁকে…

