আলিপুরদুয়ারে স্থানীয় মানুষের প্রিয়তা অর্জন করেছে শিকদার বাড়ির ঐতিহ্যবাহী পুজো।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- প্রথা অনুযায়ী শনিবার সকালে ফালাকাটা ব্লকের জটেশ্বর নবনগরের শিকদার বাড়ির প্রতিমা কুমোরটুলি থেকে কাঁধে করে নিয়ে আসা হলো। জানা গিয়েছে, পুরানো রীতি মেনেই এখনও দুর্গা পুজো হয় শিকদার বাড়ির ঠাকুর দালানে। পুজোর কয়েকটি দিন শিকদার বাড়ির সদস্যদের সঙ্গে মিশে যান প্রতিবেশীরাও। ওই পুজোয় কোন জাঁকজমক আলো-আঁধারি খেলা না থাকলেও এলাকার এতো মানুষ…

