শর্ট সার্কিটে ভস্মীভূত গাড়ি, তৎপর দমকল ও পুলিশে স্বাভাবিক ট্রাফিক।
দূর্গাপুর, নিজস্ব সংবাদদাতা:- দাউ দাউ করে জ্বলে গেল চারচাকা গাড়ি। থমকে গেল ১৯ নম্বর জাতীয় সড়ক। ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুর থানার কাদারোড এলাকায়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ও দুর্গাপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চার চাকার গাড়ি দুর্গাপুর দিক থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। গাড়িটি সার্ভিসিং করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই সেই চার চাকার…

