মানিকচকে পথদুর্ঘটনায় প্রাণ হারালেন বাইক আরোহী ফজলুল হক, ট্রাক্টর চালক পলাতক।
নিজস্ব সংবাদদাতা, মালদা—- পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যাক্তির।মানিকচক থেকে বাজার করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনার কবলে পড়ে ব্যক্তিটি। ঘটনা সম্পর্কে জানা গেছে, মানিকচক থেকে বাজার করে ফজলুল হক(৫০) ও মীর সিন্টু আলী(৪২) মানিকচক থেকে ধরমপুর বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। গাড়ি চালাচ্ছিলেন মির সিন্টু আলী এবং পেছনে বসে ছিলেন ফজলুল হক বলে দাবি পরিবারের।…

