ডিশরগড় মাজারে বেড়াতে গিয়ে নদীতে বিপদ, নিখোঁজ দুই কিশোর।
পশ্চিম বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- আসানসোল কুলটি ডিসেরগড় মাজারে ৭ বন্ধু বেড়াতে গিয়ে দামুদার নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই বালক।আসানসোল থেকে ডিসেরগোর মাজারে যায় ঘুরতে,তার পরে নদীতে স্নান করতে নাম, নদীতে জল পরিমাণ বেশি থাকার ফলেই এই ঘটনা,ঘটনা স্থলে এসে পৌঁছায় পুলিশ,তলিয়ে যাওয়া দুজন বালককে খোঁজ চলছে দামোদর নদীতে।

