গুজরাটের সাপুতারা – সবুজ পাহাড়ের কোলে শান্তির স্বর্গ।
যদি কখনও মনে হয় শহরের কোলাহল ছেড়ে এক শান্ত, সবুজ আর মনোরম পরিবেশে কয়েকটা দিন কাটানো দরকার, তবে গুজরাটের একমাত্র হিল স্টেশন সাপুতারা হতে পারে এক অনন্য গন্তব্য। প্রায় ১,০০০ মিটার উচ্চতায় অবস্থিত সাপুতারা হল প্রকৃতি প্রেমী, অ্যাডভেঞ্চারপ্রেমী ও ফটোগ্রাফারদের স্বপ্নের জায়গা। 🏞️ প্রকৃতির অপরূপ সৌন্দর্য সাপুতারা আক্ষরিক অর্থেই “সাপের আবাস”। পশ্চিমঘাটের কোলে অবস্থিত এই…

