মধ্যরাতে লম্বা মানুষের দেখা – আতঙ্কে পুরাতন মালদার নবাবগঞ্জ।
নিজস্ব সংবাদদাতা, মালদা—–পুরাতন মালদার নবাবগঞ্জ জোড়া কালিস্থান এলাকায় হঠাৎই নেমে এসেছে এক অজানা ভয় ও রহস্য।স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার গভীর রাতে প্রায় পোনে বারোটার সময় ফাঁকা রাস্তায় হঠাৎ দেখা যায় এক অস্বাভাবিক লম্বা ব্যক্তিকে। অন্ধকার ভেদ করে ধীর পায়ে এগোচ্ছিল সে। এক সাহসী যুবক দূর থেকে মোবাইল ফোনে ব্যক্তিটির পেছনের ছবি তুলতে সক্ষম হন। শুক্রবার সকাল…

