শারদীয়ার আগে কোচবিহার শহরে ঐতিহ্যবাহী দেওদেখা পুজোয় আনন্দের আবহ।
কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- রাজ আমলের রীতি মেনে দেওদেখা পর্ব হল কোচবিহারের বড় দেবী পূজায় ।আজ অর্থাৎ মঙ্গলবার ওই পুজো হয়। দেবত্বর ট্রাস্ট বোর্ড সূত্রে জানা গেছে এদিন বড় দেবীর দেওদেখা পুজো দেন বোর্ডের দেবের সভাপতি তথা কোচবিহারের সম্মানিত জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, তার সঙ্গে ছিলেন কোচবিহারের সদর মহকুমা শাসক কুনাল বন্দ্যোপাধ্যায়,এছাড়াও দেবোত্তর ট্রাস্টের বড়বাবু…

