মহালয়া অমাবস্যায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে মালদার ঘাটে ভোরবেলা প্রচুর মানুষ।
নিজস্ব সংবাদদাতা, মালদা— আজ পিতৃপক্ষের অবসান, দেবী তথা মাতৃ পক্ষের সূচনা। এই মহালয়া অমাবস্যার পূর্ণ লগ্নে পূর্ব পুরুষদের উদ্দেশ্যে তর্পনে অর্ঘ্য নিবেদন করতে মহানন্দা নদীর ঘাট সহ ভিড় জমিয়েছেন বিভিন্ন ঘাটে পুণ্যার্থীরা। রবিবার এই বিশেষ দিনে সাতসকালে পুরাতন মালদহের মঙ্গলবাড়ী মহানন্দা নদীর ঘাটে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। এ বছর নদীর জল বেশি থাকায় রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর টহল।মঙ্গলবাড়ি মহানন্দা ঘাটে ভিড় ছিল চোখে পড়ার মতো। একদম ভোরবেলায় প্রচুর মানুষ পূর্ব পুরুষকে জল-তিল-অন্ন তর্পণ করতে ঘাটে-ঘাটে ভিড় জমিয়েছেন। মালদা বিভিন্ন ঘাটেই থিক-থিক করছে মানুষের ভিড়। প্রচুর মানুষ পূর্ব-পুরুষদের তর্পণ অর্পণ করতে গঙ্গার ঘাটে এসেছেন।

