গাজোলের পান্ডুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের মুখে সুখ-উৎসাহ ছড়াল ফল বিতরণে।
নিজস্ব সংবাদদাতা, মালদা— সেবা পক্ষ কাল উপলক্ষে গাজোলের পান্ডুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগীদের মধ্যে ফল বিতারণ করেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাজোলে বিধানসভার বিজেপির বিধায়ক চিন্ময় দেব বর্মন। রবিবার বিধায়ক সহ বিজেপির কর্মীরা এদিন গাজোলের পান্ডুয়া অঞ্চলের কুতুবশহর এলাকা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের মধ্যে ফল বিতরণ করেন বিধায়ক। চিন্ময় দেব বর্মনের বলেন সেবা পক্ষ কাল উপলক্ষে গাজোল ব্লকের পান্ডুয়া অঞ্চলের কুতুবশহর এলাকা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের মধ্যে ফল বিতরণ কর্মসূচি করেন। এমনই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজোল বিধানসভার বিধায়ক চিনময় দেব বর্মন, পান্ডুয়া অঞ্চলের প্রধান ফুলমণি মুর্মু, মন্ডল টিনের সহ-সভাপতি তারন রাজবংশী, বিশিষ্ট সমাজসেবী সুবীর যাদব সহ অন্যান্যরা।

