মহাসপ্তমীতে অসহায়দের ভোজ ও পুজো পরিক্রমার আয়োজন করবে ইচ্ছেপূরণ।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- কুমারগঞ্জ ইচ্ছেপূরণ এর উদ্যোগে শারদীয়ার পূণ্যলগ্নে দ্বিতীয় বর্ষে সুবিধাবঞ্চিত দুঃস্থ ও অসহায় প্রবীণ মানুষ দের মধ্যে বস্ত্র বিতরন ও পুজো পরিক্রমা কর্মসূচি এর মধ্যে আজ 140 জন দুঃস্থ মানুষের হাতে কিছু নতুন শাড়ি, ধুতি, জামা,ফ্রক, লুঙ্গি তুলে দেওয়া হলো মহালয়ার পূণ্য তিথিতে গোপালগঞ্জ বারোয়ারী মন্দির প্রাঙ্গণে।
এছাড়াও আগামী শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী তে কিছু অসহায় দুঃস্থ মানুষ দের দুপুরের ভোজ করিয়ে পুজো পরিক্রমা করানো হবে এবারের পুজোয়।

