ধলহারা পুজো কমিটির সমাজকল্যাণমূলক কার্যক্রমে রঙিন মহালয়া।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রবিবার শুভ মহালয়ার পূর্ণ লগ্নে প্রত্যেক বছরের মত এই বছরও পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ধলহারা সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জানা গিয়েছে এই রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ মিলিয়ে মোট ৭৭ জন রক্ত দাতা রক্ত দান করেন। রক্তদানের পাশাপাশি একাধিক সমাজ সেবক মূলক কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে এই পুজো কমিটির তরফ থেকে, এই দিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পঙ্কজ পাত্র ও ধলহারা পাগলীমাতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার পাত্র ও জয়ন্ত ঘোষ,উপস্থিত ছিলেন পুজা কমিটির সভাপতি যুগল চন্দ্র অধিকারী ও সম্পাদক প্রবাল চক্রবর্তী ও অসিত খামরুই, ভাস্কর ঘোষ, তারকনাথ সেন, প্রদীপ ঘোষ, চন্দন অধিকারী ও পুজো কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

