কোলাঘাটে পূর্বপুরুষদের স্মৃতিতে মহালয়ার সকালে ঘাটে ভিড়, প্রশাসনের তৎপরতা।
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা,- আজ পিতৃ পক্ষের অবসান মাতৃ পক্ষের আগমন এবং শুভ মহালয় উপলক্ষে প্রত্যেক বছরের মতো এই বছরও পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের রূপনারায়ন নদীর গৌরাঙ্গ ঘাটে তর্পণ করতে দেখা গেল বহু মানুষজনকে, এই দিন পূর্বপুরুষদের জল দেওয়ার লক্ষ্যে এই তর্পণ করতে দেখা যায় বহু মানুষজনকে, তবে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সর্বদা নজর রেখেছিল স্থানীয় প্রশাসন।

