শিশু ও মায়েদের পুষ্টি সচেতনতা বাড়াতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —- : পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে ও মালদা জেলা প্রশাসনের উদ্যোগে সুপুষ্টিমাস উদযাপনের পর এবার বামনগোলায় শুরু হলো অনুষ্ঠান। শুক্রবার বামনগোলা আইসিডিএস অফিসের সামনে সুপুষ্টিমাস পালন সহ তার গুরুত্ব নিয়ে লোকশিল্পীরা অনুষ্ঠানের মাধ্যে দিয়ে বিভিন্ন বার্তা তুলে ধরেন । গানের মধ্য দিয়ে লোকশিল্পীরা শিশু ও মায়েদের সুপুষ্টির প্রয়োজনীয়তা নিয়ে দল বেঁধে গান করেন। উপস্থিত ছিলেন, বামনগোলার সিডিপিও আব্দুস সাত্তার সহ অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকারা। এছাড়াও মালদা জেলার বিভিন্ন ব্লকের সঙ্গে বামনগোলার একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাঁরা নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন তাঁদের পুরস্কৃত হওয়ার প্রসঙ্গও উঠে আসে। সিডিপি’র আশা প্রকাশ করেন সকলের সহযোগিতায় অঙ্গনওয়ারী কেন্দ্রগুলি শিশু ও মায়েদের জন্য আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।এজন্য উপস্থিত ছিলেন সিডিপিও আব্দুল সাত্তার সহ আইসিডিএস এর কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *