মূর্তি পূজা বন্ধ হয়ে আজও টিকে আছে নবপত্রিকা পুজোর রীতি।
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা;- গ্ৰামের বিভিন্ন পাড়ায় মা দূর্গার মূর্তির পূজা।
ঠিক উল্টো নবপত্রিকার পুজো এই গ্ৰামেই। নবপত্রিকা পুজোয় মেতে উঠেন রায় পরিবারের সদস্যরা।
পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কৈচরগ্ৰামে রায় বাড়িতে দূর্গাপূজার দিনেই নবপত্রিকা পুজো হয়। এই পুজো প্রায় ৫০০ বছরের পুরোনো। রায় বাড়িতে আগে দূর্গা প্রতিমার পুজো করা হতো।
কোন কারণবশত সেই ঠাকুরের মূর্তির পুজো বন্ধ হয়ে নবপত্রিকারর পুজো শুরু হয়। বর্তমান পরিবারের সদস্যরা জানান,দূর্গা মন্দিরে ভিতর এই বংশধরের কোন একটি মহিলা শুয়ে ছিল,তার পর সেই মহিলাকে ঘর থেকে আর পাওয়া যায়নি।
সেই থেকেই বাড়ির লোকজন পুজোর শেষে দূর্গা প্রতিমার বিসর্জন করে দেওয়া হয় গ্ৰামের একটি পুকুরে। সেই থেকেই রায় বাড়ির দূর্গা মন্দিরে মূর্তির পূজা পুরোপুরি বন্ধ হয়ে যায়।
বেশ কয়েক বছর ধরে বাড়ির সদস্যদের প্রচেষ্টায় পুনরায় মূর্তি পূজার পরিবর্তে নবপত্রিকার পুজো শুরু করেন।
পুকুর থেকে ঘটে করে জল এনে মন্দিরে রেখে মা দূর্গা পূজার চারদিনেই নিয়ম নিষ্ঠা মেনেই আজাও হয়ে আসছে নবপত্রিকার পুজো। পুজোর কয়দিন বাড়ির লোকজন আনন্দ উৎসবে মেতে উঠবেন।

