দুর্গন্ধ ও দূষণে অতিষ্ঠ বাসিন্দারা — বৃষ্টিতে ভিজে বিক্ষোভে বিজেপি কর্মীরা।
নিজস্ব সংবাদদাতা, মালদা:- মালদা শহরের ২নং ওয়ার্ডের গ্রীণপার্ক সংলগ্ন সরকারি মুরগী ফার্মকে অবৈধ ফার্ম আখ্যা দিতে তা অবিলম্বে বন্ধের দাবীতে এবার জোরদার আন্দোলন নামল বিজেপি। আন্দোলনে নেতৃত্ব দিয়ে বিজেপি নেতাকর্মীদের নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন ইংরেজবাজার পৌরসভার বিজেপির বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ি। এদিন তার নেতৃত্বেই বিজেপি নেতাকর্মীরা মালদা শহরের গৌড়রোড এলাকায় বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ সভা ও পথ অবরোধ কর্মসূচি পালন করেন। অবরোধে সামিল বিজেপি নেতা অম্লান ভাদুড়ি অভিযোগ করে বলেন, প্রাণের শহর মালদা শহরের ২নং ওয়ার্ডে একটি অবৈধ মুরগী খামার তৈরি হয়েছে। সেই খামার থেকে প্রতিনিয়ত দুর্গন্ধ বের হচ্ছে। মুরগীর পালক ও ডাস্ট বাতাসে উড়ে বেড়াচ্ছে। এরফলে বেশ কয়েকটি ওয়ার্ডের বাসীন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছেন। দুর্গন্ধে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। আগামীতে মারণ ব্যাধিতে আক্রান্ত হতে পারেন। তাই জনবহুল এলাকা থেকে এই ধরনের দূষণযুক্ত মুরগীর খামার তারা অবিলম্বে বন্ধের দাবী জানাচ্ছেন। এই ব্যাপারে প্রশাসনের তরফে কোন সদুত্তর না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

