থিম “মা তুমি অরণ্যময়ী” – সবুজায়নের বার্তা দেবে বামনগোলার থিম পুজো।

নিজস্ব সংবাদদাতা, মালদা—- এবার নজর কারতে চলেছে মালদাহের বামনগোলা ব্লকের নালাগোলার ইউনাইটেড ক্লাব। প্রতিবছরই নতুনত্ব কিছু তুলে ধরে এই ক্লাব এ বছরও বাদ যায়নি এই ক্লাব।গ্রামীণ, প্রান্তিক এলাকার পুজোয় বিগ বাজেট। প্রায় ৩০ লক্ষ টাকার নজরকাড়া বিগ বাজেটের থিম ভিত্তিক পুজো উপহার দিতে চলেছেন মালদার বামনগোলা ব্লকের নালাগোলা ইউনাইটেড ক্লাবের পুজো উদ্যোক্তারা। এবছর এই পূজা ৩৯তম বর্ষের পদার্পণ করছে। পুজোর থিম মা তুমি অরণ্যময়ী। যার মাধ্যমে উদ্যোক্তারা সবুজ ধৃৎসের বিরুদ্ধে এবং সবুজকে বাঁচাতে, সবুজায়নের বার্তা তুলে ধরছেন এই পুজো মন্ডপে। সেই মতো সেজে উঠছে গোটা পুজো মন্ডপ। মন্ডপ তৈরি করছেন বালুরঘাটের এক ডেকোরেটর সংস্থা। মন্ডপের সঙ্গে তালমিল বজায় রেখে অপরূম কারুকার্য খচিত প্রতিমা গড়ছেন মৃৎশিল্পী আনন্দ দাস। পুজোকে কেন্দ্র কয়েক দিন ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক কথায় নালাগোলা দক্ষিণ বাসস্ট্যান্ডের ইউনাইটেড ক্লাবের পুজো হবে যথেষ্টই জাঁকজমক সহকারে তা বলাইবাহুল্য।এই পুজোর শহরের তুলনাই খামতি রাখেন এই ক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *