কড়া নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা জেলা প্রশাসনের।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা;- রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আগামী ৪ অক্টোবর রাজ্যের প্রতিটি জেলার সদর দপ্তরে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুজো কার্নিভাল। ২০২২ সাল থেকে এই পুজো কার্নিভাল রাজ্যে শুরু হয়েছে। এদিনকে কেন্দ্র করে এদিন শুক্রবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয়। মিটিং শেষে সাংবাদিক বৈঠকে জানানো হয়, কার্নিভালকে সফল করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জানা গেছে, অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রতিমা শোভাযাত্রা করবে নির্দিষ্ট রুট ধরে। শোভাযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য বিশেষ পরিকল্পনা এবং পর্যাপ্ত স্বেচ্ছাসেবক মোতায়েন। প্রশাসনের দাবি, জেলা সদরকে কেন্দ্র করে আয়োজিত এ কার্নিভাল হবে দুর্গাপুজোর এক অনন্য সাংস্কৃতিক সমাহার, যা প্রত্যেক জেলার মানুষকে উৎসবের আবহে একত্রিত করবে।

