রক্তের চাহিদা মেটাতে রসকুন্ডে রক্তদান শিবির, উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবীরা।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিশ্বকর্মা দেবের পূজা উপলক্ষে এবং ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মিটানোর লক্ষ্যে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের রসকুন্ডু এলাকার এক বেসরকারি আবাসনে তৃণমূল পরিচালিত রসকুণ্ড বাবা বসন্ত রায় টোটোর ইউনিয়নের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়, জানা গিয়েছে এই দিন এই রক্তদান শিবিরে প্রায় ৬০ জন রক্তদাতা রক্তদান করেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস নায়েক, এক নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুমন নন্দী,গৌতম সরকার,সমীর রঞ্জন বারিক, শ্যামল মিদ্যা তরুন রুইদাস, গৌতম পাল, সিদাম ঘোষ, মিন্টু ঘোষ, কামাল শেখ সহ অন্যান্য ইউনিয়নের সদস্য এবং স্থানীয় বিশিষ্ট সমাজসেবীরা।

