দুঃস্থদের মুখে হাসি, নতুন বস্ত্র বিতরণে প্রশংসা সংগঠনকে ঘিরে।
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বিশ্বকর্মা পূজা উপলক্ষে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দুঃস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দিল বালুরঘাট ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
প্রতিবারের মতোই এ বছরও সংগঠনের পক্ষ থেকে এই বস্ত্রদান কর্মসূচি আয়োজন করা হয়। এদিন শহরের বিভিন্ন প্রান্ত থেকে বহু দুঃস্থ মানুষ উপস্থিত হন। অ্যাসোসিয়েশনের সদস্যরা তাঁদের হাতে নতুন বস্ত্র তুলে দেন।
অ্যাসোসিয়েশনের পদাধিকারীরা জানান, শুধুমাত্র পূজা-পার্বণ উদযাপন নয়, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের মূল লক্ষ্য। তাই প্রতিবছরই বিশ্বকর্মা পূজার সময় এই ধরনের কর্মসূচি নেওয়া হয়।
এদিনের এই উদ্যোগকে ঘিরে এলাকায় প্রশংসার সুর শোনা যায়। দুঃস্থ মানুষদের মুখে হাসি ফোটানোই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন সংগঠনের কর্তারা।

