পঞ্চায়েতের উদাসীনতায় জমে থাকা নোংরা জল নিয়ে চরমে ক্ষোভ, বেলুড়ে পথ অবরোধ।
বেলুড়, নিজস্ব সংবাদদাতা:- হাওড়া জেলার ডোমজুড় বিধানসভার বেলুড় সাপুঁইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু জায়গায় বিশেষ করে অগ্ৰদূত ক্লাবের সামনে, চাঁদমারি, নৃপেন্দ্রপল্লি, অনেক দিন ধরে নোংরা ,দুর্গন্ধ এমনকি বলা বাহুল্য পায়খানা বাথরুমের জল জমে আছে আর ঐখানকার বাসিন্দাদের সেই জল দিন দিন পাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে বাধ্য হয়ে , পঞ্চায়েতের কোনো হেলদোল নেই ঐ নোংরা…

