থিমের কাজ অসম্পূর্ণ, পালাল বেহালার ডেকোরেটর! বিপাকে পাঁচ বিগ বাজেট ক্লাব।
নিজস্ব সংবাদদাতা, মালদা:- মালদা শহরের বিগ বাজেটের পাঁচটি পূজো কমিটির সাথে প্রতারণা। পূজা মন্ডপের বাইনার প্রায় ২০ লক্ষ টাকা নিয়ে উধাও কলকাতার বেহালার একটি ডেকোরেটর সংস্থা। মাথায় হাত ক্লাব কর্তাদের। মালদা জেলা প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে এই পাঁচটি ক্লাবের কর্মকর্তারা।উল্লেখ্য পূজোর বাকি আর মাত্র ১৪ দিন। মালদা শহরের মন্ডপে মন্ডপে চলছে জোর কদমের প্রস্তুতি।…

