হিলি ত্রিমোহিনী প্রতাপচন্দ্র উচ্চ বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণির সেমিস্টার পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- এ বছর থেকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় পরিবর্তন আনা হয়েছে ভোটের পরীক্ষাতেও থাকছে সেমিস্টার কোথা যেখানে প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের পর প্রাক্টিকাম এর মাধ্যমে সাবজেক্ট এর নম্বর যোগ হবে। প্রথম পার্বিক মূল্যায়ন হিসেবে আজ 40 নম্বরের মধ্যে এমসিকিউ টাইপ প্রশ্নের পরীক্ষার সুসম্পন্ন। হিলি মানিক ও সহ বিভিন্ন স্কুলের পরীক্ষার্থীরা ত্রিমনি প্রতাবচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা দিবেন।

