হলদিরাম ব্যাঙ্কয়েটে দিনভর জমজমাট ক্যারাটে প্রতিযোগিতা।
কৌশিক ঘোষ,কোলকাতা:- কোলকাতার হলদিরাম ব্যাঙ্কয়েট হলে ৭ সেপ্টেম্বর রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রথম জেএফএসকে অল ইন্ডিয়া ওপেন ক্যারাটে চ্যাম্পিয়ানশীপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।ভারতের বিভিন্ন রাজ্য ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় সাতশোর মতো প্রতিযোগী এই ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জাপান ফুনাকসি সতোকান ক্যারাটে এসোশিয়েশানের সহযোগিতায় ও মুখ্য উদ্যোক্তা সেনসি রাহুল সাহার নেতৃত্বে এই ক্যারাটে প্রতিযোগিতা…

