গণসঙ্গীত ও আবৃত্তিতে মুখর কাঁচরাপাড়া কলেজ মোড়, আরজিকর কাণ্ডে ডাক্তারদের সরব প্রতিবাদ।
কাঁচরাপাড়া, নিজস্ব সংবাদদাতা:- কাঁচরাপাড়া অভয়া মঞ্চের উদ্যোগে ২রা আগস্ট কাঁচরাপাড়া কলেজ মোড়ে আরজিকর কান্ডের দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদী জনসমাবেশের আয়োজন করা হয়, উক্ত জনসমাবেশটি গণসঙ্গীত এবং প্রতিবাদী আবৃত্তির সূচনা হয়। এইদিন এই সভায় উপস্থিত ছিলেন আরজিকর কান্ডের প্রতিবাদী ডাক্তার ডঃ সূবর্ণ গোস্বামী, ডঃ সতাব্দী মিত্র এবং ডঃ তমোনাশ চৌধুরী পাশাপাশি উপস্থিত ছিলেন অভিনেতা দেবদূত ঘোষ…

