জলাশয়ে বেআইনি নির্মাণ : প্রশাসনের ভাঙার উদ্যোগে উত্তেজনা ছড়াল পূর্বস্থলীতে।
কালনা, নিজস্ব সংবাদদাতা:- পূর্বস্থলীর কাষ্ঠশালী বাজার এলাকায় জলাশয়ের উপর বেআইনি নির্মাণ, যা নিয়ে কয়েক মাস আগে স্থানীয় এলাকারই বিশু দত্ত নামের এক ব্যক্তি কালনা মহকুমা শাসকের দপ্তরের জনস্বার্থ মামলা দায়ের করে। সেখানে তিনি উল্লেখ করেন বর্ষার সময় এই বিল্ডিং জলাশয়ের উপরে হলে, নিকাশি ব্যবস্থার সমস্যা হবে , জলমগ্ন হয়ে পড়বে এলাকা। এরপরই বিল্ডিং নির্মাণের উপর…

