ডুয়ার্সের কালচিনি চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ, তৎপর বনদফতর।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- পূর্ণবয়ষ্ক লেপার্ড খাঁচাবন্দী হল ডুয়ার্সের চা বলয় থেকে।আলিপুরদুয়ার জেলার কালচিনি চা বাগানের 7b সেকশনে রবিবার রাতে বনদফতরের পাতা খাঁচায় খাঁচাবন্দী হয় একটি পূর্ণবয়ষ্ক লেপার্ড। খবর দেওয়া হয় বষদফতরে। রাতেই ঘটনাস্থলে বনদফতরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা পৌছে খাঁচাবন্দী লেপার্ড উদ্ধার করে।

