পানিশালা এলপিজি প্ল্যান্টে কর্মীদের অবস্থান বিক্ষোভে অচল কাজকর্ম।
রায়গঞ্জ- উওর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- আজ ২১ই আগষ্ট সকাল ৬টা থেকে ১১:৩০ টা পর্যন্ত চুক্তিভিত্তিক কর্মী দের অবস্থান বিক্ষোভ এ বন্ধ থাকে গ্যাস প্ল্যানটের সমস্ত রকমের কাজ কর্ম। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি দাওয়া নিয়ে মেইন গ্যাটের সামনে ধর্নায় বসে পড়েন ৭নং শীতগ্ৰাম অঞ্চলের উপপ্রধান একতেখার আলী সহ বেশ কিছু কর্মচারী। এবিষয়ে উপ প্রধান একতেখার কি বলেছেন শুনুন…..
পাল্টা আক্রমণ করতে দেখা গেছে বিপি সি এল কন্ট্রাক্টর ছোটন চ্যাটার্জী। তার মতে কিছু তৃণমূলের নেতা রাজনৈতিক স্বার্থ লাভের আশায় এসব করছে , কন্ট্রাক্টর ছোটন চ্যাটার্জির কি বলবে শুনবো।

