সামসিং চা বাগানে “আমাদের পাড়া আমাদের সমাধান” ক্যাম্পে উপস্থিত মন্ত্রী বেচারাম মান্না।
জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- সারা রাজ্যের সাথে জলপাইগুড়ি জেলার মাল ব্লকের সামসিং চা বাগানে বুধবার অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান। ডুয়ার্স সহ পাহাড়ে অবিরাম বৃষ্টি, আর এই সেই বৃষ্টিকে উপেক্ষা করে মোট তিনটি বুথের চা বলয়ের শ্রমিক মহল্লার সাধারণ খেটে খাওয়া মানুষেরা তাদের নিজস্ব সমস্যা নিয়ে হাজির হন এই ক্যাম্পে। এদিন বিকেল নাগাদ রাজ্যের শ্রমদপ্তর…

