ক্রমাগত চুরিতে অতিষ্ঠ জনতা, গণপিটুনি এড়িয়ে পুলিশি হস্তক্ষেপ।
শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- শিলিগুড়ি মহকুমার রাঙাপানি এলাকায় দিনের পর দিন চুরি হওয়াতে এলাকার মানুষের অতিষ্ঠ, আজ হাতেনাতে দুই চোরকে ধরে ফেলে জনতা ,চোর দুটোই জনতার উধম মাধ্যমে স্বীকারোক্ত নেয় চোর,সঙ্গে ছিল আরো একজন চোর, খবর পেয়ে ঘটনাস্থলে রাঙাপানি আউটপোস্ট পুলিশ ,চোর দুটোকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

