আরামবাগে সিভিক ও ভিলেজ পুলিশের দাদাগিরি! যুবককে মারধরের অভিযোগে উত্তেজনা।
হূগলী, নিজস্ব সংবাদদাতা:- আরামবাগের তিরোল অঞ্চলের বিশমাইলে উত্তেজনা ছড়াল সিভিক ও ভিলেজ পুলিশের বিরুদ্ধে এক যুবককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে।
স্থানীয় সূত্রে জানা যায়, তপন মুদি নামে এক আদিবাসী যুবক মিলের কর্মী। রাত দুটোয় কাজ করতে যাওয়ার সময় ওই দুই জন তাঁকে মারধর করে বলে অভিযোগ। এই ঘটনার পরই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন এবং বর্ধমান-আরামবাগ সাত নম্বর রাজ্য সড়ক অবরোধ করেন।
ঘণ্টাখানেক ধরে চলা অবরোধে অফিসযাত্রী, সাধারণ মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন হয়। দীর্ঘ পাঁচ ঘন্টা অবরুদ্ধ চলার পর আদিবাসী সংগঠনের সঙ্গে আরামবাগ থানার পুলিশ কথা বলে এবং তাদের আশ্বাস দেওয়া হয় অভিযুক্ত দুইজনকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে এই আশ্বাসে অবরোধ ওঠে। স্বাভাবিক হয় যান চলাচল।
দাবি উঠেছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের।

