২ কোটি টাকা বরাদ্দ, শুরু হল দলগাঁও–শালধুরা রাস্তার কাজ।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- সোমবার দলগাঁও গ্রাম পঞ্চায়েতের দলগাঁও চা বাগান রাম জানকী মন্দির থেকে শালধুরা পর্যন্ত প্রায় ১৯০০মিটার কাজের শুভসূচনা হল। জানা গেছে এনবিডিডির দপ্তর থেকে প্রায় ২কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ওই কাজের জন্য। এদিকে রাস্তার কাজের শুভ সূচনা হওয়াতে খুবই খুশি দলগাঁও চা বাগানের সাধারণ মানুষ সহ শালধুরার সাধারণ মানুষ। কারন তাদের দীর্ঘদিনের দাবি ছিল ওই রাস্তার।এদিনের ওই রাস্তার কাজের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায়,দলগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান জাগৃতি টোপ্পো খালকো, পঞ্চায়েত সমিতির সদস্য মুক্তি কুজুর,বিশিষ্ট সমাজসেবী ধর্মেন্দ্র মিশ্রা,জেরম বাড়া,আগস্টুস সুরিন সহ প্রমুখ।

