চন্দ্রকোনারোডে জন্মাষ্টমী উপলক্ষে দহি হান্ডি উৎসবে জমজমাট আয়োজন।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রত্যেক বছরের মত এ বছরও শুভ জন্মষ্টমী উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে চন্দ্রকোনারোড জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে দহি হান্ডি উৎসবের আয়োজন করা হয় রবিবার বিকেলে,এই দিন এলাকার বহু যুবক-যুবতী অংশগ্রহণ করে এই উৎসবে, কার্যত এই উৎসবকে ঘিরে এই দিন উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

