খেলা হবে দিবসে সুকদেবপুরে ফুটবল প্রতিযোগিতা, অংশ নিল গ্রাম পঞ্চায়েতের একাধিক দল।
গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা :- গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে পালিত হলো খেলা হবে দিবস। শনিবার গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুরে অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। যেখানে অংশগ্রহণ করে সুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার ফুটবল টিম। এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুটবল টুর্নামেন্টের সূচনা করেন ব্লক তৃণমুল কংগ্রেস সভাপতি শংকর সরকার, অঞ্চল সভাপতি নির্মল সরকার, সহ অঞ্চল ও ব্লক নেতৃত্ব।
প্রসঙ্গত,রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 16 ই আগস্ট দিনটি গোটা রাজ্য জুড়ে খেলা হবে দিবস হিসেবে পালিত হয়ে থাকে। এদিন গোটা রাজ্যজুড়ে ফুটবল ক্রিকেট সহ অন্যান্য খেলাধুলার আয়োজন হয়ে থাকে। সেইমতো শনিবার গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুরে খেলা হবে দিবসকে সামনে রেখে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করলো তৃণমুল কংগ্রেস নেতৃত্ব।

