রাজনৈতিক স্লোগান থেকে উৎসব— ফালাকাটায় প্রাণবন্তভাবে পালিত হলো খেলা হবে দিবস।
ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা :- শহর ফালাকাটায় পালিত হল ‘খেলা হবে দিবস’। রাজনৈতিক স্লোগান হিসেবে শুরু হলেও এখন তা এক উৎসবে পরিণত হয়েছে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সক্রিয় করে তোলা এবং সুস্থ জীবনের বার্তা পৌঁছে দেওয়াই এই ‘খেলা হবে দিবস’ পালনের উদ্দেশ্য। শনিবার ফালাকাটা পুরসভার ব্যবস্থাপনায় ফালাকাটার স্টেশন ময়দানে খেলা হবে দিবস উপলক্ষে ফুটবল টুনামেন্ট আয়োজন…

