বালুরঘাট পৌরসভার উদ্যোগে স্বাধীনতা সংগ্রামীর স্মৃতিরক্ষায় অনন্য পদক্ষেপ।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :-
বালুরঘাটের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, বালুরঘাট উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষক পুলিনবিহারী দাশগুপ্ত এর আবেক্ষ মূর্তি স্থাপন বালুরঘাট পৌরসভার উদ্যোগে। ভারতের স্বাধীনতা দিবসের শুভ লগ্নে পুলিনবিহারী দাশগুপ্তের আবক্ষ মূর্তি উন্মোচন করেন তার স্ত্রী জয়া দাশগুপ্ত। বালুরঘাটের নেলসন ম্যান্ডেলা সরণি তে তার বাড়ির সন্নিকটে এই মূর্তি স্থাপিত হয় বালুরঘাট পৌরসভার উদ্যোগে। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার এমসিআইসি বিপুল কান্তি ঘোষ, সংশ্লিষ্ট ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিপ্লব খাঁ, পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও আধিকারিকগণ এবং পুলিন দাশগুপ্তের পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *