প্লাস্টিক বর্জনে একযোগে কাজের আহ্বান, পরিবেশ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞার বার্তা।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গোপালগঞ্জ-নাককাটি নির্মল বাজারের শুভ উদ্বোধন করলেন জেলাশাসক বিজি ন কৃষ্ণা। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক নবীন কুমার চন্দ্র, কুমারগঞ্জ বিধানসভার বিধায়ক তোরাফ হোসেন মন্ডল, কুমারগঞ্জ ব্লকের বিডিও শিবাস বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি উমা রায়, কুমারগঞ্জ থানার আইসি রামপ্রসাদ চাকলাদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। গোপালগঞ্জ ও নাককাটি বাজার দিয়েই শুরু হল এই জেলার নির্মল বাজার, বক্তব্যে জেলাশাসন জানান শুধু মুখে বলেই লাভ নেই কাজেও করতে হবে এ কাজে সবাইকে এগিয়ে আসতে হবে, প্লাস্টিককে বর্জন করতে হবে, তাহলেই সুস্থ পরিবেশ গড়ে উঠবে। অনুষ্ঠানের প্রত্যেকেরই বক্তব্য একটাই কথা সবাইকে এ কাজে অংশগ্রহণ করতে হবে, সবাইকে একসাথে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে প্লাস্টিক ব্যবহার করা যাবে না তাহলেই পরিবেশ সুস্থ থাকবে আগামী তে সব বাজারি তৈরি হবে নির্মল বাজারে।

