জাতীয় পতাকা হাতে শহর পরিক্রমায় ৬০ জন সাইকেল আরোহীর অংশগ্রহণ।
দক্ষিণ, নিজস্ব সংবাদদাতা:- ভারতবর্ষের ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ বালুরঘাট সাইকেল কমিউনিটি এবং বালুরঘাট ফ্রিস্টাইল কমিউনিটির পক্ষ থেকে যৌথভাবে ‘স্বাধীনতা সাইকেল যাত্রা করা হয়’। আজ বালুঘাট শহরের সার্কিট হাউস সংলগ্ন তেভাগা শাহরুখ থেকে প্রায় ৬০ জন সাইকেল আরোহী জাতীয় পতাকা তেরঙ্গা নিয়ে সাইকেল যাত্রা করে শহরে। পুলিশ লাইন, হিলি মোড়, বাসস্ট্যান্ড ডানলপ মোড়, ক্ষুদিরাম মূর্তি, আন্দোলন সেতু ,থানা মোড় , ট্যাঙ্ক মোড় হয়ে এই স্বাধীনতা সাইকেল যাত্রা শেষ হয় তেভাগা স্মারকের সামনেই। ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে বালুরঘাট সাইকেল কমিউনিটির পক্ষ থেকে উপস্থিত শিক্ষার্থীদের সামনে স্বাধীনতা দিবস স্বাধীনতা সংগ্রামীদের গুরুত্ব এবং জাতীয় পতাকা তেরঙ্গার মর্যাদা রক্ষা নিয়ে বক্তব্য রাখেন তুহিনশুভ্র মন্ডল। এছাড়াও ছিলেন বালুরঘাট ফ্রি স্টাইল কমিউনিটির পক্ষ থেকে অতনু সাহা, বালুরঘাট সাইকেল কমিউনিটির পক্ষে বিজন সরকার,সঙ্গীত কুমার অঞ্জন দাস,পিন্টু বিশ্বাস প্রমুখরা।
অষ্টম শ্রেণীর শিক্ষার্থী একমাত্র তনুশিয়া মন্ডল বলে ‘ এর আগেও সাইকেল যাত্রায় অংশ নিয়েছি।তবে আজ দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে এ সাইকেল যাত্রা আমার কাছে খুব আনন্দের ও গর্বের। ‘
স্বাধীনতা সাইকেল যাত্রার উপলক্ষে আজ পুলিশ প্রশাসনের সহযোগিতাতেই সাইকেল আরোহীরা শহর পরিক্রমা করে।
জাতীয় পতাকা, দেশাত্মবোধক সঙ্গীত সহ এই স্বাধীনতা সাইকেল যাত্রা শহরবাসীর দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়।

