কাঁচরাপাড়ায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কন্যা সুরক্ষা অভিযান।
কাঁচরাপাড়া, নিজস্ব সংবাদদাতা:- কাঁচরাপাড়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপির কন্যা সুরক্ষা অভিযান। কাঁচরাপাড়া থানার মোড় থেকে লক্ষী সিনেমা পর্যন্ত মিছিল করে আসলেন শুভেন্দু অধিকারী অর্জুন সিং ফাল্গুনী পাত্র তাপস ঘোষ সহ বিজেপি নেতৃত্ব এবং কর্মীরা। কাঁচরাপাড়া এসে বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী ও কাঁচরাপাড়ার পৌর প্রধান কমল অধিকারী কে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। পাশাপাশি তিনি বলেন ২০২৬-এ বদল ও হবে বদলা ও হবে।

